Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd অক্টোবর ২০২৪

সচিব

ডা: মো: সারোয়ার বারী

সচিব

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

 

ডা. মো: সারোয়ার বারী গত ১৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে যোগদান করেন।

 

ডা. মো: সারোয়ার বারী বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডার-এর ১৫তম ব্যাচের একজন সদস্য। তিনি ১৯৯৫ সালে সহকারী কমিশনার হিসেবে যোগদানের মাধ্যমে প্রশাসন সার্ভিসে যাত্রা শুরু করেন। তিনি মাঠ পর্যায়ে সহকারী কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি স্বাস্থ্য সেবা বিভাগ ও স্থানীয় সরকার বিভাগে সিনিয়র সহকারী সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগে উপসচিব এবং মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে যুগ্মসচিব এবং স্থানীয় সরকার বিভাগ এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) হিসেবে ইতোপূর্বে দায়িত্ব পালন করেন।

 

তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। আইডিয়াল হাই স্কুল, ঢাকা থেকে মাধ্যমিক এবং সরকারি বিএম কলেজ, বরিশাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী এবং পরবর্তীতে ইউনির্ভাসিটি অব নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া হতে জনস্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ফুলব্রাইট স্কলারশীপের অধীন হিউবার্ট হামফ্রে ফেলো হিসেবে যুক্তরাষ্ট্রের এমরি বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল হেলথ বিষয়ে অধ্যয়ন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে সরকারি দায়িত্ব পালন করেছেন।

 

পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি দেশের অভ্যন্তরে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট, বাংলাদেশ মিলিটারি একাডেমি, ইনস্টিটিউট অব পাবলিক ফাইন্যান্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণ করেন। পেশাগত বিভিন্ন কাজে এবং সেমিনার-কর্মশালায় অংশগ্রহণের লক্ষ্যে তিনি কানাডা, থাইল্যান্ড, সুইডেন, মার্কিন যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, ভারত, ভিয়েতনাম, মালয়েশিয়া, অষ্ট্রেলিয়া এবং নেদারল্যান্ড ভ্রমণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা ও এক পুত্র  সন্তানের জনক।